Pics: পেট থেকে বেরল ৩৫ কেজির টিউমার
অস্ত্রোপচার করে পেট থেকে বের করা হল ৩৫ কেজির টিউমার!
নদিয়ার জওহরলাল নেহেরু হাসপাতালের ঘটনা।
কাঁচরাপাড়ার রজনীবাবু রোডের বাসিন্দা আরতি অধিকারী পেটে ব্যথা নিয়ে গত ১৪ জুলাই হাসপাতালে ভর্তি হন।
আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় ষাটোর্ধ আরতি দেবীর ২টি ডিম্বাশয়ে ২টি টিউমার রয়েছে।
এরপরই বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়।
ঘণ্টা দুয়েকের অপারেশন শেষে ডিম্বাশয় থেকে দুটি বড় মাপের টিউমার বের করা হয়।
যার মোট ওজন ৩৫ কেজি ৩০০ গ্রাম।
অস্ত্রোপচারের পর ভালো আছেন রোগী।
তাঁকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান ডাক্তাররা।
ডিম্বাশয় বা ওভারি থেকে এত বড়মাপের টিউমার পাওয়া বিরল ঘটনা বলে দাবি করেছেন চিকিৎসকরা।