Rohit Shetty: শুরুতে পেতেন ৩৫ টাকা! এখন তিনিই বলিউডের সিংঘম...

Wed, 13 Nov 2024-7:20 pm,

 বলিউডে পরিচালকদের তালিকার মধ্যে অন্যতম নাম রোহিত শেট্টি। চলতি মাসের শুরুতে বক্স অফিসে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা 'সিংহম এগেইন'। তা ১০ দিনের মধ্যে ২০০ কোটিরও বেশি আয় করেছে ফেলেছে।

 তাঁর পরিচালিত বেশির ভাগ সিনেমাই সুপারহিট হয়েছে। সিনেমায় প্রথম সহ পরিচালক হিসাবে কাজ করে পেয়েছিলেন ৩৫ টাকা।

তাঁর প্রথম কাজ ছিল ফুল অর কাঁটে। মাত্র ১৩ বছর বয়সেই তিনি সহ পরিচালক হিসেবে এই সিনেমায় কাজ করেছিলেন।

২০০৩ সালে অভিষেক বচ্চন, অজয় ​​দেবগন, এবং বিপাশা বসু অভিনীত জমিনের সিনেমার মাধ্যমে শুরু তাঁর পথচলা। তারপর ২০০৬ সালে কমেডি সিনেমা গোলমালের মাধ্যমে তিনি স্টারডম অর্জন করেছিলেন। এরপর গোলমাল রিটার্নস (২০০৮), গোলমাল 3 (২০১০) এবং গোলমাল এগেইন (২০১৭) সিক্যুয়ালগুলিও পরিচালনা করেন।

২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মোট আটটি ছবি পরিচালনা করেছিলেন রোহিত। আর সেই আটটি ছবিই ১০০ কোটি টাকা আয় করেছিল। 

বর্তমানে রোহিতের নিজস্ব একটি প্রোডাকশন হাউস-ও রয়েছে। তার নাম রোহিত শেট্টি প্রা.লিমিটেড।

 তিনি শুধুমাত্র সিনেমাই পরিচালনা করেন না। ২০১৪ থেকে খতরো কে খিলাড়ি পরিচালনা করেন। এবং সহ অন্যান্য বিজ্ঞাপন-ও পরিচালনা করেন তিনি।

রোহিত শেট্টি এখন প্রায় ৩০০ কোটি টাকার মালিক। ব্র্যান্ডের প্রচারে তিনি পারিশ্রমিক নেন প্রায় ৫২ কোটি টাকা।এখন কোনও ছবি পরিচালনা করে তিনি চার্জ করেন প্রায় ১৮ কোটি টাকা।

এছাড়াও গাড়ির প্রতি রোহিত শেঠির ভালোবাসা তাঁর সিনেমায় স্পষ্ট। তাঁর ঝুলিতে আছে বিলাসবহুল সব গাড়ি, ল্য়ামবরগিনি উরুস, মাসেরাতি গ্রান তুরিসমো, রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ এক্স সিক্স, ফোর্ড মাসট্য়াং জিটি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link