Lightning Death: বজ্রাঘাতে বিভীষিকাময় পরিণতি, রাজ্যে একদিনে মৃত ৩৮!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারী বৃষ্টিতে অব্যাহত দুর্যোগ। মাত্র একদিনের বজ্রঘাতে মৃত ৩৮। মৃতদের মধ্যে ৩ শিশুও।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে প্রতাপগড়ে।
বাজ পড়ে প্রতাপগড়ে ১১, সুলতানপুরে ৭, চান্দৌলিতে ৬, মেইনপুরীতে৫, প্রয়াগরাজে ৪ জন ও দেওরিয়া, হাথরস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে একজন করে প্রাণ হারিয়েছেন।
জানা গিয়েছে, মৃতদের মধ্য়ে অনেকেই ঝড়বৃষ্টির সময় ক্ষেতে কাজ করছিল। কেউ মাছ ধরছিল। শিশুরা গাছ থেকে ফল পাড়তে গিয়েছিল।
প্রসঙ্গত, নাগাড়ে বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ। জলমগ্ন ৬৩৩টি গ্রাম। প্রতিদিনই ঘটছে প্রাণহানি।