ব্যাগ খুলতেই বেরিয়ে এল ৪.৭৬ কোটি টাকা! তবে সবই বাতিল নোট
২০১৬ সালের নোটবন্দির সময়ে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট ভর্তি ব্যাগ উদ্ধার হল গুজরাটের গোদরায়। পুলিশ সূত্রে খবর ব্যাগের মধ্যে টাকা নোটের মোট মূল্য ৪ কোটি ৭৬ লাখ টাকা। ব্যাগটি রাখার অভিযোগে জুবার হায়াত ও ফারুক ছোটা নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালায় পুলিস। তবে অভিযানের সময় ইদ্রিস হায়াত নামে মূল অভিযুক্ত পালিয়ে যায়।
নোট বন্দির এতদিন পর এই বিপুল পরিমাণ বাতিল নোট কোথা থেকে এল তার খোঁজ চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর বাতিল হওয়ার নোট দিয়ে বেআইনিভাবে বিভিন্ন লেনদেন হচ্ছিল। গোয়েন্দা সূত্রে সেই খবর পেয়েই অভিযান চালানো হয়।
গুজরাট পুলিসের এক অফিসার জানান, এর আগেও ইদ্রিস হায়াত এর বিরুদ্ধে বাতিল নোট লেনদেনের অভিযোগ রয়েছে। গত দুই বছর ধরে সে পলাতক। --প্রতীকি ছবি।