বিপত্তি এড়াতে ৪০০০ বাঁশে তৈরি তৃণমূলের সভা
মোদীর সভায় প্যান্ডেল বিপত্তি। বিপদ এড়াতে তাই আঁটঘাট বেঁধে নেমেছে তৃণমূল। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সভাস্থল তৈরিতেও 'চমক'।
৪০০০ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সভাস্থল। খোলা মাঠে ৬ দিন ধরে কাজ হয়েছে।
ঝড়ে বিপদ এড়াতে সভায় কোনও ছাউনি দেওয়া হয়নি। ছাউনিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি অধীর মাইতি জানান, প্রশাসনে পরামর্শ অনুযায়ী গোটা মাঠ ঢাকার জন্য যে ছাউনি লাগত, কলকাতা থেকে তা কোটি টাকা খরচ করে আনতে হত। অত টাকা নেই। তাই মাঠ বা মঞ্চ কোথাও কোনও ছাউনি দেওয়া হয়নি।
ঝড়-বৃষ্টির আবহাওয়া। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাদা যাতে না হয়, তাই সভাস্থলে দেওয়া হয়েছে প্রচুর বালি।
সভাস্থল ঘুরে দেখছেন পুলিস সুুপার। বারবার সভাস্থল পরিদর্শন করেন পুলিস প্রশানের পদস্থ কর্তারা।
পূর্ত দফতর পরামর্শ মতো তৈরি করা হয়েছে সভামঞ্চ। অক্ষরে অক্ষরে মানা হয়েছে সব নির্দেশ।
বিপদ এড়াতে মেদিনীপুর কলেজ মাঠে বেশ কিছুটা এগিয়ে আনা হয়েছে সভামঞ্চ। শক্তপোক্ত মঞ্চ।