জন্মদিনে ৩ লক্ষ পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন সোনু সুদ

Thu, 30 Jul 2020-2:50 pm,

লকডাউনের সময় সোনু সুদ গরিব পরিযায়ীদের জন্য কী করেছেন তা নতুন করে না বললেও, এতদিনে সকলেই জানেন। এবার ৩০ জুলাই নিজের জন্মদিনে বড় উদ্যোগ নিলেন অভিনেতা সোনু সুদ।

৩০ জুলাই নিজের জন্মদিনে পরিযায়ী শ্রমিকদের জন্য ৩ লক্ষ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিলেন সোনু সুদ।  লকডাউনে যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। আর একথা নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন। 

আমার জন্মদিনে একটা ছোট্ট উদ্যোগ, ''আমার তরফে ৩ লক্ষ চাকরির সুযোগের চেষ্টা প্রবাসী Pravasirojgar.com এখান থেকে পিএফ, ইএসআই সহযোগে কাজের সুযোগ পাওয়া যাবে। আমাকে সাহায্য করার জন্য  AEPC, CITI, Trident, Quesscorp, Amazon, Sodex, Urban Co কে ধন্যবাদ। এনাকা আমাকে সাহায্য করেছেন ''

শ্রমিকদের কাজের সুযোগ তৈরির জন্যই সম্প্রতি প্রবাসী রোজগার ডট কম অ্যাপটি এনেছেন সোনু সুদ। 

জানা যাচ্ছে, সারা দেশে প্রায় ৫০০টি কোম্পানি এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে। শ্রমিকরা যাতে সহজেই যোগাযোহ করতে পারেন, তার জন্য একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন সোনু সুদ। 

এই অ্যাপটির বিষয়ে সোনু সুদ আগেই জানিয়েছিলেন, ''এই উদ্যোগ ও অ্যাপের নকশা তৈরির জন্য গত কয়েকমাস ধরে পরিকল্পনা চলেছে। দেশে ইতিমধ্যেই এটার কাজ শুরু হয়েছে। কার কী কাজের দক্ষতা রয়েছে সেটা দেখে শ্রমিকদের কাজ দেওয়া হবে। এবিষয়ে এখনও প্রথমিক পর্যায়ে আলোচনা চলছে। এক্ষেত্রে বহু স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি সংস্থা, স্টার্টআপ কোম্পানি যাঁদের আমি সাহায্য করেছে, তাঁরা এগিয়ে এসেছেন। ''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link