ফের করোনার নতুন রেকর্ড! একদিনে আক্রান্ত ৪৯ হাজারেরও বেশি

Fri, 24 Jul 2020-1:15 pm,

নিজস্ব প্রতিবেদন: ফের নতুন রেকর্ড গড়ল নোভেল করোনাভাইরাস। একদিনে দেশে করোনা আক্রান্ত ৪৯ হাজার ৩১০ জন। যার দরুণ মোট করোনা আক্রান্তর সংখ্যা ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫। গত ২৪ ঘন্টায় গোটা ভারতে নোভেল করোনার বলি ৭৪০ জন। দেশে এ পর্যন্ত মোট করোনায় প্রাণ হারিয়েছেন ৩০ হাজার ৬০১ জন।

২ জুলাই দেশে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৬ লক্ষের আশেপাশে। ৩ সপ্তাহের মধ্যেই তা দ্বিগুণ। গত শুক্রবারই তা ১০ লক্ষ ছাড়িয়ে ছিল। আজ ১৩ লক্ষ ছুঁইছুঁই। তবে দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লক্ষ ১৭ হাজার ২০৮ জন।

দেশে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৪৭ হাজার ৫০২। করোনা কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯৪ হাজার ২৫৩ জন। ঠাকরের রাজ্যে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৮৫৪ জন।

মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু, সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৯২ হাজার ৯৬৪। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৬ হাজার ৭৯৩ জন। এখন সক্রিয় করোনা রোগী ৫২ হাজার ৯৩৯ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৩২ জন।

সামান্য কিছুটা হলেও করোনাকে প্রতিহত করতে পেরেছে দিল্লি। গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত ১ হাজার ৪১ জন। যেখানে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪১৫ জন। মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ২৭ হাজার ৩৬৪। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯ হাজার ৬৫ জন। সক্রিয় করোনা আক্রান্ত এখন ১৪ হাজার ৫৫৪ জন। প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৭৪৫ জন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link