বিকাশ দুবের `এনকাউন্টার`এর কিছুক্ষণ আগে টোল প্লাজার সিসিটিভি ফুটেজ ফাঁস! সেখানেই লুকিয়ে রহস্য
গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে পুলিসের বয়ানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে । ঘটনার ঘণ্টা দুয়েক আগেই অর্থাত্ ভোর চারটের সময়ে টোল প্লাজার সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা । যে গাড়িটি উল্টে গেছিল, আদৌ সেই গাড়িতেই ছিল না বিকাশ দুবে, সে ছিল অন্য গাড়িতে । তাহলে গাড়ি ওল্টানো আর বিকাশ দুবের পালানোর চেষ্টা- পুলিসের এই দুটি বক্তব্য নিয়ে প্রশ্ন থাকছে
মধ্যপ্রদেশ থেকে বিকাশ দুবেকে আনার পর পুলিসের গাড়ির পিছন আসছিল সংবাদমাধ্যম। কিন্তু ২ কিলোমিটার আগেই হঠাত্ কেন তাঁদের আটকে দেওয়া হয়?
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাঁরা কেবল গুলিরই শব্দ শুনেছেন, গাড়ি দুর্ঘটনার কোনও আওয়াজই পাননি । গুলির শব্দ শুনে ছুটে আসতেই পুলিস তাঁদের প্রত্যেককে চলে যেতে বলেছিল ।
পুলিস দাবি করছে, বিকাশ দুবে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল । কিন্তু যার বিরুদ্ধে খুন-সহ ৬০টি মামলা রয়েছে, তাকে হ্যান্ডক্র্যাফ্ট না পরিয়েই কেন নিয়ে যাওয়া হচ্ছিল?
গাড়িটি এমন এক জায়গায় উল্টে যায়, যেখানে কোনও বাধা ছিল না। তাহলে কীভাবে দুর্ঘটনা? পুলিসের বক্তব্য, গাড়ি ওল্টানোর পর বিকাশ দুবে খেতের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করে।