ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা ৫ গুণ বাড়াল মোদী সরকার
কর্মরত অবস্থায় শিক্ষাগত যোগ্যতা বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য এককালীন ভাতা ৫ গুণ বাড়াল সরকার।
সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে ১০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
এজন্য ২০ বছরের পুরনো আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রক।
পুরনো আইনে শিক্ষাগত যোগ্যতা বাড়লে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ভাতা পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
নতুন আইনে ৩ বছরের কম পাঠ্যক্রমের ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করলে ১০,০০০ টাকা এককালীন ভাতা পাবেন। ৩ বছর বা তার বেশি দীর্ঘ পাঠ্যক্রমে ডিগ্রি বা ডিপ্লোমার ক্ষেত্রে ১৫,০০০ টাকা ভাতা মিলবে।
এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি পেলে মিলবে ২০,০০০ টাকা। ১ বছরের বেশি দীর্ঘ স্নাতকোত্তর পাঠ্যক্রমে মিলবে ২৫,০০০ টাকায়। পিএইচডি অর্জন করলে মিলবে ৩০,০০০ টাকা। কর্মজীবনে ২ বার এই ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা।