জন্মদিনে সোনম, অনিল কন্যা সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে?
সোনম বই পড়তেও বেশ পছন্দ করেন। বিশেষ করে ন্যান্সি ড্রিউ ও এনিড ব্লিটনের লেখা পড়তে বেশ পছন্দ করেন তিনি।
শুধু অভিনয় নয়, ক্লাসিক্যাল ডান্সার হিসাবেও সোনম বেশ পারদর্শী।
সোনম কাপুর ফ্যাশন সম্পর্কে নিজেকে সবসময় আপডেটেড রাখেন। পাশাপাশি জাতীয় স্তরের রাজনীতি ও কারেন্ট অ্যাফেয়ার্সেও সোনমের ভালোই জ্ঞান রয়েছে।
সোনম কাপুর কোনওদিনও বলিউডে পা রাখতেই চাননি, অভিনয় করতে চাননি। সঞ্জয়লীলা বনশালির তাঁর 'সাওয়ারিয়া' ছবির জন্য সোনমকে রাজি করাতে দেড় বছর সময় লেগে গিয়েছিল।
'সাওয়ারিয়া'র আগেও সোনম সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কাজ করেছিলেন সোনম। তবে অভিনেত্রী হিসাবে নয়, অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায় অভিনীত 'ব্ল্যাক'- সহ পরিচালক হিসাবে কাজ করেছিলেন সোনম।
স্টার কিড হলেও মাত্র ১৮ বছর বয়সে সোনম কলেজে পড়াকালীন পকেট মানি জোগাড় করতে সিঙ্গাপুরের এক মেক্সিকান রেস্তোরাঁয় ওয়েটারস হিসাবে কাজ করছেন।
সোনম কাপুর একসময় বেশ মোটা ছিলেন। তাঁর ওজন নিয়ে মন্তব্য করায় প্রথমদিকে নিজের এক বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিলেন সোনম।
সকলে সোনমের তুতো ভাই (জ্যেঠু বনি কাপুরের ছেলে) অর্জুন কাপুরের কথা জানেন। তবে এটা অনেকেই জানেন না, রণবীর সিংও সোনমের ভাই হন। রণবীরের ঠাকুমার সোনমের মায়ের কাকিমা হন।