দেশের মধ্যে একমাত্র দার্জিলিংয়েই মিলবে মিশমি টাকিন, আসছে বার্লিন থেকে
জার্মানির বার্লিন জু থেকে দার্জিলিঙের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় আনা হচ্ছে ৫টি মিশমি টাকিন।
চার্লস, ড্যানি, রক, রামোনা, ক্লেয়ার নামে ৩টি পুরুষ ও ২টি স্ত্রী মিশমি টাকিনকে নিয়ে আসা হচ্ছে।
২টো লাল পান্ডার বিনিময়ে ৫টি মিশমি টাকিন পাচ্ছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা।
ভারতের মধ্যে একমাত্র দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানাতেই মিশমি টাকিন দেখতে পাওয়া যাবে।
মিশমি টাকিনগুলির বয়স ৭ মাস থেকে প্রায় ৩ বছর।
শুক্রবার গভীর রাতে দমদম বিমানবন্দরে পৌঁছবে মিশমি টাকিনগুলি। তারপর সেগুলিকে দার্জিলিং নিয়ে যাওয়া হবে।