খোলা পিঠ থেকে `লাভ জিহাদ`, করিনাকে নিয়ে বিতর্ক অব্যাহত
২০১০ সালে 'পদ্মশ্রী' দেওয়া হয় সইফ আলি খান-কে। কিন্তু সইফ আলি খান-কে কেন পদ্মশ্রী দেওয়া হল, তা নিয়ে অভিযোগ তোলেন এস সি আগরওয়াল নামে এক ব্যক্তি। এ বিষয়ে করিনাকে জিজ্ঞাসা করা হলে তিনিও স্পষ্ট জবাব দেন। করিনা বলেন, সইফকে যদি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিতে হয়, তাহলে দেবেন। ওই মন্তব্যের পরই করিনাকে নিয়ে শুরু হয় জোর বিতর্ক
সইফ আলি খান-কে বিয়ে করায় বিশ্ব হিন্দু পরিষদ জোর বিক্ষোভ শুরু করে। এমনকী, করিনার মুখ ব্যবহার করে তাঁর একপাশে বোরখা পরানো হয়, অন্যদিকে ব্যবহার করা হয় করিনার সিঁদুর পরানো মুখ। 'লাভ জিহাদ'-এর অভিযোগ করে ওই সময় বিশ্ব হিন্দু পরিষদের ম্যাগাজিনে ব্যবহার করা হয় করিনার মুখ।
২০১২ সালে ইকবাল মীর শর্মা নামে এক এনআরআই ব্যবসায়ীর সঙ্গে বিবাদে জড়ান সইফ আলি খান। মুম্বইয়ের তাজ হোটেলে ওই ব্যাবায়ীর সঙ্গে বিবাদে জড়ান সইফ। কিন্তু, ওই সময় তাঁর সঙ্গে হাজির হইলেন করিনা কাপুর, তাঁর দিদি করিশ্মা কাপুর এবং মালাইকা অরোরা, অমৃতা অরোরা। ফলে এনআরআই ব্যবসায়ীর সঙ্গে সইফের বিবাদের জেরে সেই সঙ্গে নাম জড়িয়ে যায় করিনারও
২০১২ সালে সইফ আলি খান-কে বিয়ে করেন করিনা কাপুর। কিন্তু, পতৌদির ছোটে নবাবকে করিনা কেন বিয়ে করছেন, তা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। শুধু তাই নয়, সইফকে বিয়ে করার জন্য করিনাকে ধর্মান্তরিত হচ্ছেন বলেও বেশ কিছু সংগঠনের তরফে প্রকাশ শুরু হয়। ইন্টারনেট জুড়েও শুরু হয় তোলপাড়। কিন্তু, ধর্মান্তরিত না হয়েই সইফ আলি খান-কে বিয়ে করছেন করিনা কাপুর, তা ওই সময় কোনওভাবেই কাউকে বোঝানো সম্ভব হয়নি।
২০০৯ সালে মুক্তি পায় সইফ-করিনার 'কুরবান'। ওই সময় সইফ আলি খানের সঙ্গে করিনার একটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে খোলা পিঠে দেখা যায় বেবোকে। করিনার ওই ছবি দেখেই তেড়ে ওঠে শিবসেনা। ওই ধরনের পোস্টার কিংবা এই সিনেমা কোনওভাবেই মুক্তি পেতে দেওয়া হবে না, তার বিরুদ্ধেই গোটা দেশ জুড়ে জোর বিক্ষোভ শুরু করে শিবসেনা