একদিনে করোনা আক্রান্ত ৫৫ হাজার! সুস্থ হয়েছেন ৩৭ হাজার

Fri, 31 Jul 2020-1:16 pm,

নিজস্ব প্রতিবেদন: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত প্রায় ৫৫ হাজার। যার দরুণ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭০। সুস্থতার যদিও ৬৪.৫৪ শতাংশ। বৃহস্পতিবার এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রায় ৬ লক্ষ ৪২ হাজার করোনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ২২৩ জন। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৫ জন। এখন সক্রিয় রোগী ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮। মোট প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৭৪৭ জন।

 

দেশে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ১১ হাজার ৭৯৮ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৮ হাজার ৬১৫ জন। সক্রিয় করোন রোগী ১ লক্ষ ৪৮ হাজার ৪৫৪ জন। মোট প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৭২৯ জন।

 

মহারাষ্ট্রের পরেই করোনা বিধ্বস্ত তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ৯৭৮। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৮ হাজার ১৭৮। সক্রিয় করোনা রোগী ৫৭ হাজার ৯৬২। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৩৮ জন।

 

দিল্লিতে করোনা আক্রান্ত মোট ১ লক্ষ ৩৪ হাজার ৪০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৭৮ হাজার ১৭৮ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৩৬ জন। এখন সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৭৪৩।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link