একদিনে করোনা আক্রান্ত ৫৫ হাজার! সুস্থ হয়েছেন ৩৭ হাজার
নিজস্ব প্রতিবেদন: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত প্রায় ৫৫ হাজার। যার দরুণ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭০। সুস্থতার যদিও ৬৪.৫৪ শতাংশ। বৃহস্পতিবার এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রায় ৬ লক্ষ ৪২ হাজার করোনা পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ২২৩ জন। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৫ জন। এখন সক্রিয় রোগী ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮। মোট প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৭৪৭ জন।
দেশে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ১১ হাজার ৭৯৮ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৮ হাজার ৬১৫ জন। সক্রিয় করোন রোগী ১ লক্ষ ৪৮ হাজার ৪৫৪ জন। মোট প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৭২৯ জন।
মহারাষ্ট্রের পরেই করোনা বিধ্বস্ত তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ৯৭৮। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৮ হাজার ১৭৮। সক্রিয় করোনা রোগী ৫৭ হাজার ৯৬২। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৩৮ জন।
দিল্লিতে করোনা আক্রান্ত মোট ১ লক্ষ ৩৪ হাজার ৪০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৭৮ হাজার ১৭৮ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৩৬ জন। এখন সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৭৪৩।