শেষ দফার ভোটের প্রস্তুতি শেষ, কড়া নিরাপত্তার বলয়ে ৫৯টি কেন্দ্র
লোকসভা নির্বাচন শেষের পথে। আগামিকাল রবিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। ভোট হবে দেশের ৫৯টি কেন্দ্রে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র রয়েছে। শনিবার দিনভর চলল শেষদফার নির্বাচনের প্রস্তুতি।
রবিবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ১০.০১ লক্ষ ভোটার। লড়াইয়ে রয়েছেন ৯১৮ জন প্রার্থী। শনিবার বিকেলেই ইভিএম, ভিভিপ্যাট নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা।
সপ্তম দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও চণ্ডীগড়ে নির্বাচন হবে। পঞ্জাবের ১৩টি আসনেই ভোট। উত্তরপ্রদেশে ১৩টি, বিহার ও মধ্যপ্রদেশে ৮টি, হিমাচল প্রদেশে চারটি, ঝাড়খণ্ডে তিনটি এবং চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ হবে।
শেষ দফার ভোটের আগে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। পঞ্জাব থেকে বাংলা সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ ও নাকা চেকিংয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে।
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে টহল দিচ্ছেন সিআরপিএফ জওয়ানরা।
সুন্দরবনে বুথের পথে ভোটকর্মীরা। এখানে তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে নৌকা, হ্যাম রেডিও, পাওয়ার জেনারেটিং যন্ত্র।
বিহারের শিকারহাট্টা লোকসভা কেন্দ্রে টহল দিচ্ছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসের জওয়ানরা।
হিমাচল প্রদেশের মাণ্ডিতে ইভিএম-সহ ভোট করানোর জন্য অনান্য সামগ্রী সংগ্রহ করছেন ভোটকর্মীরা।