৬.৬ মাত্রার ভূমিকম্পের পর ১৯৬ বার আফটারশক! মৃত ২৩, আহত ৮০০
৬.৬ রিখটার স্কেলের ভূমিকম্প। কেঁপে উঠল তুর্কির ইজমির। তবে সব থেকে অবাক করা ব্যাপার, ভূমিকম্পের বাইরে এখনো পর্যন্ত ১৯৬ বার আফটারশক অনুভূত হল সেখানে।
এখনও পর্যন্ত ২৫ জন এই ভয়ানক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। ৮০০ জন গুরুতর আহত বলে জানা যাচ্ছে। সম্পত্তির ক্ষয়ক্ষতির মাত্রাও ব্যাপক।
ইজমির শহরের ১৭টি বিল্ডিং সম্পূর্ণ ধুলিস্যাত্ হয়ে গিয়েছে। সেফেরিহিসার থেকে ১৭ কিমি দূরে ভূমিকম্পের এপিসেন্টার বলে জানা যাচ্ছে।
ইজমির শহরেই সব থেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ভূমিকম্পের ফলে মিনি সুনামি হয়েছে তুর্কির পশ্চিম উপকূলে। সমুদ্রের জল ফুলে-ফেঁপে নদীতে প্রবেশ করেছে। তাতে নদীনালাও উত্তাল হয়েছে বেশ কিছুক্ষণের জন্য।
এদিকে গ্রিসেও বেশ কিছু জায়গায় রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। গ্রিক শহর কার্লোভাসি থেকে ১৪ কিমি দূরে এপিসেন্টার ছিল।