মহাত্মার আর্দশে অনুপ্রাণিত ছয় ছবির ঝলক ...
# মহাত্মা গান্ধীর আর্দশে অনুপ্রাণিত হয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচালকেরা৷ তাই তো বিভিন্ন সময়, বিভিন্নভাবে ছবিতে উঠে এসেছে 'গান্ধিগিরি' থেকে গান্ধীর আদর্শ এমনকী হত্যাকারী৷
১. গান্ধী (১৯৮২) : গান্ধীজির জীবনকে কেন্দ্র করে ১৯৮২ সালে এই ছবিটি তৈরি করেন রিচার্ড অ্যাটেনবোরো৷ বেন কিনসলে অভিনয় করেন গান্ধীজির চরিত্রে৷ এখন পর্যন্ত গান্ধীর জীবন অবলম্বনে যতগুলি ছবি তৈরি হয়েছে, তার মধ্যে নাকি এই ছবিটি সেরা বলেই মানেন ছবিপ্রেমীরা৷ আটটি অস্কার ও ২৬টি অন্যান্য ফিল্ম অ্যাওয়ার্ড পায় গান্ধী ছবি ৷
২. লাগে রহো মুন্না ভাই (২০১০): গান্ধীজিকে নিয়ে অন্যতম জনপ্রিয় এই ছবি৷ সাধারণ মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে গান্ধীজির বাণী, সেই নিয়েই তৈরি হয়েছে এই ছবি৷ রাজকুমার হিরানির নির্দেশে ছবিতে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারশি৷ গান্ধিজির চরিত্রে দেখা যায় দিলীপ প্রভালকরকে৷ এই ছবি থেকেই 'গান্ধীগিরি' শব্দটি জনপ্রিয় হয়৷
৩. হে রাম (২০০০): কমল হাসনের এই ছবিটি শোরগোল ফেলে দিয়েছিল৷ মহাত্মার হত্যার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে গান্ধীজির চরিত্রে দেখা গিয়েছিল নাসিরুদ্দিন শাহকে৷
৪. গান্ধী, মাই ফাদার (২০০৭): গান্ধী ও তাঁর ছেলের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি৷ রাজনৈতিক প্রেক্ষাপটে নয় বরং পারিবারিক এই ছবিতে গান্ধীজির ভূমিকায় অভিনয় করেন দর্শন জারিওয়ালা। গান্ধীর ছেলে হরিলালের ভূমিকায় অভিনয় করেন অক্ষয় খান্না।
৫. দ্য মেকিং অব মহাত্মা (১৯৯৬): শ্যাম বেনেগাল পরিচালিত ছবিটি মূলত গান্ধীর জীবনের লড়াইকে কেন্দ্র করে ৷ কীভাবে মোহনদাস থেকে তিনি মহাত্মা হয়ে উঠলেন, সেই গল্পই ছবিতে তুলে ধরেন শ্যাম বেনেগাল৷ মুখ্য চরিত্রে রজত কাপুর৷
৬. ম্যায়নে গান্ধি কো নেহি মারা(২০০৫) : প্রধান চরিত্রে অনুপম খের৷ যিনি অ্যালজাইমারে আক্রান্ত হয়ে ভাবতে থাকেন যে তিনিই মহাত্মার হত্যাকারী৷