ডেঙ্গি থেকে বাঁচবেন কীভাবে, দেখুন
মশা যাতে জমতে না পারে, তার জন্য কুলারের জল পরিবর্তন করুন নিয়ম করে। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে ২আর করে কুলারের জল পাল্টে ফেলুন
মশার কামড় থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরুন।
মশা মারার স্প্রে সঙ্গে রাখুন। পাশাপাশি মশারি টানিয়ে তবেই ঘুমোতে যান।
জ্বর হলে চিকিত্সকের কাছে যান। জ্বর বাড়তে শুরু করলে, চিকিত্সকের পরামর্শ নিয়ে সব রকমেররিক্ষা নিরীক্ষা করিয়ে নিন।
যেখানে মশা জন্মায়, সেই জায়গা সব সময় পরিষ্কার করে রাখুন। মশা যেখানে ডিম পাড়তে পারে, সেই সব জায়গা পরিষ্কার রাখুন