টুথপেস্ট দিয়ে এই কাজগুলিও করা যায়, জানতেন?
প্রতিদিন দাঁত মাজার জন্য যে টুথপেস্ট ব্যবহৃত হয় তা অনেক সময় ভিন্ন কাজেও লেগে যেতে পারে। অনেক সময় এমন কিছু কাজে টুথপেস্ট ব্যবহার করে সমাধান পাওয়া যায় যা এক কথায় অকল্পনীয়! আসুন জেনে নেওয়া যাক টুথপেস্টের কয়েকটি মজার ব্যবহার।
মশা বা অন্য কোনও পোকা কামড়ালে অনেক সময় চুলকোয় বা জ্বালা করতে থাকে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। দেখবেন জ্বালাভাব বা চুলকানি অনেকটাই কমে যাবে।
রাঁধতে গিয়ে হঠাৎ হাত পুড়ে গেল। অল্প পুড়ে গেলে ত্বকের পোড়া জায়গায় টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালা কমে যাবে। তবে খেয়াল রাখবেন, শরীরের অনেকটা অংশ পুড়ে গেলে এই পদ্ধতি একেবারেই চলবে না।
কার্পেটে অনেক সময় খাবার পড়ে দাগ হয়ে যায়। কার্পেটের দাগ তুলতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। কার্পেটের দাগ লাগা জায়গায় টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে কিছু ক্ষণ ঘষুন। এরপর কাপড় ভিজিয়ে ধীরে ধীরে মুছে ফেলুন। কার্পেটের দাগ চলে যাবে।
পুরনো রুপোর গয়নার চাকচিক্য বাড়াতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। পুরনো রুপোর গয়নায় টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে কিছু ক্ষণ ঘষুন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন একেবারে নতুনের মতো চকচক করছে পুরনো রুপোর গয়না।
মুখে ব্রণ হলে, ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে দেখবেন ব্রণের আকৃতি ছোট হয়ে গিয়েছে। এই ভাবে ধীরে ধীরে সেরেও যাবে।
অনেক সময় রান্নার মশলা লেগে নখ হলুদ হয়ে যায়। নখে টুথপেস্ট লাগিয়ে সামান্য ঘষে নিন। দেখবেন নখের হলুদ ভাব একেবারে ফিকে হয়ে যাবে।