ট্রেনের ধাক্কায় কাটা পড়ল হাফ ডজন শকুন

Sat, 02 Feb 2019-5:41 pm,

কথায় আছে, শকুনের শাপে গরু মরে না। কিন্তু মরা গরু খেতে গিয়েই বেঘোরে প্রাণ হারাল হাফ ডজন শকুন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৬টি শকুনের। শুক্রবার অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের গুলমায়।

 

দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও ধরমদেও রাই জানিয়েছেন, রেললাইনের উপর একটি গরুর মৃতদেহ পড়েছিল। ট্রেনের ধাক্কাতেই ওই গরুটির মৃত্যু হয়েছে।

এখন রেললাইনের উপর বসে সেই মরা গরুটি-ই খাচ্ছিল শকুনগুলি। সেইসময়ই ট্রেনের ধাক্কায় কাটা পড়ে শকুনগুলি।

 

গুলমা স্টেশন সূত্রে খবর, ডাউন কামাখ্যা-পুরী এক্সপ্রেস বা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা টিএসএলজে-ডোলো, এই ৩টি ট্রেনের কোনও একটির ধাক্কায় কাটা পড়ে শকুনগুলি।

এই ঘটনায় হতবাক বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। সত্যিই এটা অত্যন্ত আশ্চর্যের যে ৬টা শকুনের একটিও উড়ে পালিয়ে যেতে পারেনি, তার আগেই ট্রেন এসে ধাক্কা মারে।

মৃত্যুর সঠিক কারণ জানতে শকুনগুলির দেহ উদ্ধারের পর ময়নাতদন্তও করা হয়।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে শকুনের সংখ্যা এমনিতেই বিপন্নপ্রায়। এর একটা কারণ ডাইক্লোফেনাকের যথেচ্ছ ব্যবহার।

তারমধ্যে এই ঘটনা নিঃসন্দেহে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link