মোদী জমানায় কোটিপতি বেড়েছে ৬০ শতাংশ: আয়কর দফতর
মোদী জমানায় বৃদ্ধি পেয়েছে কোটিপতির সংখ্যা। এমনটাই জানা যাচ্ছে আয়কর দফতরের এক রিপোর্টে।
সোমবার, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) তরফে জানানো হয়েছে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ী কোটিপতির সংখ্যা।
বছরে এক কোটি টাকার বেশি আয় করেন এমন করদাতার সংখ্যা এই মুহূর্তে ১.৪০ লক্ষ। যা এক ঝটকায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০১৪-১৫ অর্থবর্ষে কোটি পতি আয়কর দাতার সংখ্যা ছিল ৮৮,৬৪৯ জন। ২০১৭-১৮ অর্থ বর্ষে তা দাঁড়িয়েছে ১,৪০,১৩৯।
ব্যক্তিগতভাবে জমা দেওয়া কোটিপতি আয়কর প্রদেতার সংখ্যা বেড়েছে নজিরবিহীনভাবে। ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮৭ অর্থবর্ষে প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোটিপতি।
সিবিডিটি-র চেয়ারম্যান সুশীল চন্দ্র জানিয়েছেন, গত চার বছর ধরে আয়কর দফতর যে ভাবে কঠোর নিয়ম, প্রচার চালিয়েছে তারই ফল এটি।
আয়কর জমা দেওয়ার হার-ও ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে ছিল ৩.৭৯ কোটি। ২০১৭-১৮ অর্থবর্ষে দাঁড়িয়েছে ৬.৮৫ কোটি।