সুখবর! এবছরই রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ার ইঙ্গিত

Tue, 31 Jul 2018-2:18 pm,

২০১৯ সালেই বাড়তে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৯ থেকেই তাঁদের জন্য চালু হতে পারে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ। সূত্রের খবর, পঞ্চদশ অর্থ কমিশনে জমা দেওয়া দাবিপত্রে তেমই ইঙ্গিত মিলেছে।

দাবিপত্রে ২০১৯-২০ থেকেই সরকারি কর্মীদের বর্ধিত বেতনের হিসেব পেশ করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

প্রথম বছরে বেতন বাড়তে পারে ২২ শতাংশ।

তবে পঞ্চদশ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন একসঙ্গে ধরে তা ১৬.৬ শতাংশ বাড়ানোর কথা দাবিপত্রে পরিসংখ্যান দিয়ে  উল্লেখ করেছে রাজ্যের অর্থ দফতর।

 ২০১৫-র ২৭ নভেম্বর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল। তার মেয়াদ চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত।

প্রয়োজনে সেই মেয়াদ ফের বাড়ানো হতে পারে। পঞ্চদশ অর্থ কমিশনের কাছে বর্ধিত বেতন-পেনশনের হিসেব পেশের আগে তা বেতন কমিশনের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলেই নবান্নের খবর।

রাজ্যের মোট ৪১১টি কর্মী সংগঠনের শুনানি শেষ। বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ধরে শুনানি চলছে। পুজোর আগেই তা শেষ হবে বলে মনে করা হচ্ছে। ২৬ নভেম্বর বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে বেতন কমিশনের রিপোর্ট। তারপরই বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

কয়েকদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র দাবি এবং ষষ্ঠ বেতন কমিশন দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link