৭ দিন হোম কোয়ারেনটাইন বাধ্যতামূলক, বিদেশ ফেরত যাত্রীদের জন্য আরও কড়া নির্দেশিকা

Fri, 07 Jan 2022-7:14 pm,

নিজস্ব প্রতিবেদন: বিদেশ ফেরত সকল যাত্রীদের জন্য এবার আরও কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। বিদেশ ফেরত সকল যাত্রীদের এবার ৭ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনের নির্দেশ দেওয়া হল।

প্রত্যেকেই বিদেশ ফেরত এবার ৭ দিন বাধ্যতামূলকভাবে বাড়িতেই থাকতে হবে। অষ্টম দিনে করাতে হবে RT-PCR টেস্ট। এবার যদি সেই রিপোর্ট পজিটিভ হয়, তাহলে তাঁদের আবার আইসোলেশনে থাকতে হবে। সেইসঙ্গে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে।

আর যদি RT-PCR রিপোর্ট নেগেটিভও হয়, তাহলেও আরও ৭ দিন তাঁরা তাঁদের নিজেদের স্বাস্থ্য নিজেরা পর্যবেক্ষণ করবেন। তবে 'ঝুঁকিপূর্ণ' নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে আগত যাত্রীদেরকে অবতরণের সময়ই বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হবে। 

প্রসঙ্গত, 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় যোগ হয়েছে আরও ৯টি দেশ। দেখে নেওয়া যাক, ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় কোন কোন দেশ আছে? ১) ব্রিটেন সহ ইউরোপের সব দেশ, ২) দক্ষিণ আফ্রিকা, ৩) ব্রাজিল, ৪) বতসওয়ানা, ৫) চিন, ৬) ঘানা, ৭) মরিশাস, ৮) নিউজিল্যান্ড, ৯) জিম্বাবোয়ে, ১০) তানজানিয়া, ১১) হংকং, ১২) ইজরায়েল, ১৩) কঙ্গো, ১৪) ইথিওপিয়া, ১৫) কাজাখস্তান, ১৬) কেনিয়া, ১৭) নাইজেরিয়া, ১৮) টিউনিসিয়া, ১৯) জাম্বিয়া।

প্রসঙ্গত, দেশে করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই ১ লাখের গন্ডি ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। তারমধ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩০০০ পার করে গিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link