Baghpat Watchtower Collapse: `লাড্ডু মহোৎসব`-এ মর্মান্তিক বিপত্তি! মঞ্চ ভেঙে মৃত ৭, গুরুতর আহত কমপক্ষে ৪০...

Tue, 28 Jan 2025-6:49 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের বাগপত জেলায় একটি ওয়াচটাওয়ার ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বাগপতের বারাউত শহরে জৈন সম্প্রদায় আয়োজিত 'লাড্ডু মহোৎসব' চলাকালীন।

জানা গিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কর্তৃপক্ষ। সের স্থানে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আয়োজকরা ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ তৈরি করেছিলেন, যার উপর ভগবান আদিনাথের ৪-৫ ফুট উঁচু মূর্তি রাখা ছিল। ভক্তরা ভগবানের পুজো করার জন্য মঞ্চ পর্যন্ত পৌঁছানোর জন্য বিরাট উঁচু সিঁড়ি দিয়ে উঠছিলেন। এই অনুষ্ঠানে আদিনাথকে লাড্ডু অর্পণ করার রীতি রয়েছে।

ঠিক তখনই হঠাৎ মঞ্চের ওজন বৃদ্ধির কারণে পুরো মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে হুড়োহুড়ি পরিস্থিতি সৃষ্টি হয়। ওজনের ভারে এই অস্থায়ী স্টেজ ভেঙে পড়ে যায়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনাটি আমলে নিয়েছেন। তিনি কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link