পারফেক্ট সেলফি তোলার সেরা ৭টি টিপস!

Sudip Dey Mon, 29 Apr 2019-4:57 pm,

সেলফি তুলতে পছন্দ করেন না, এমন তরুণ-তরুণী খুঁজে পাওয়াই মুশকিল! কিন্তু পারফেক্ট সেলফি ক’জন তুলতে পারেন! ভাল সেলফি তুলতে হলে, শুধু দামি মোবাইলের অত্যাধুনিক ক্যামেরাই নয়, আরও বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ভাল ক্যামেরা ছাড়াও, চাই পর্যাপ্ত আলো সঙ্গে মানানসই পোশাক! আসুন এক নজরে দেখে নেওয়া যাক ‘পার্ফেক্ট সেলফি’র কিছু জরুরি টিপস।

ওয়েস্টার্ন পোশাক পরে সেলফি তোলার সময়, বসে নয়, চেষ্টা করুন দাঁড়িয়ে ছবি তুলতে। তাতে আপনার সম্পূর্ণ শরীর, সাজগোজ ধরা পড়বে ক্যামেরায়। ভারতীয় পোশাক বা ট্র্যাডিশনাল পোশাকের ক্ষেত্রে ঠিক এর উল্টোটাই করতে হবে। এতে আপনার পোশাকের সৌন্দর্যও সুন্দরভাবে ফুটে উঠবে সেলফিতে।

ফর্ম্যাল পোশাকে সেলফি তোলার সময় ক্যামেরা রাখুন শরীরের থেকে অন্তত দেড় ফুট দূরে। যে হাতে ফোন ধরবেন, সেলফি তোলার সময় সেই হাতটাকে একটু উঁচু করে তুলে ধরতে হবে।

যে কোনও চেহারার, যে কোনও মুখের আদলের মানুষের জন্য সেলফির সেরা অ্যাঙ্গেল হল ৪৫ ডিগ্রি। ডান বা বাঁ-হাতে ক্যামেরা ধরে হাতটি তুলে ধরুন মোটামুটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে। তার পরই এক ক্লিকে ফ্রেম-বন্দি করুন আপনার ছবি।

বিয়ে বাড়িতে সেলফি তোলার সময় দেখে নিন ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক কিনা। আপনার পোশাকের রঙের সঙ্গে যেন ব্যাকগ্রাউন্ড-এর রং কোনও ভাবেই মিলে না যায়!

ছেলেদের জন্য কলারওয়ালা টি-শার্টে সেলফি তুলতে হলে টি-শার্টের কলারকে একটু উঁচু করে দিন। তাহলে দারুন সেলফি উঠবে।

সুতির কাপড়ের পোশাক পরে সেলফি তুলতে হলে, ছবি তোলার সময় ক্যামেরাটা রাখুন একটু বেশি দূরে। খেয়াল রাখুন আশেপাশে পর্যাপ্ত আলো আছে কিনা। সুতির পোশাকের তুলনায় রেশমি পোশাক পরে সেলফি তুলুন, আরও ঝকঝকে দেখাবে আপনাকে।

নিখুঁত সেলফির সঙ্গে সঙ্গে নিজেকে সুন্দর দেখানোর জন্য বাছতে হবে ঠিকঠাক রঙের পোশাক। সাদা পোশাক, কালো পোশাকের পরিবর্তে উজ্জ্বল রঙের পোশাক যেমন, হালকা কমলা, লাল, সবুজ, হলুদ, উজ্জ্বল নাল রঙের পোশাক সেলফিকে আকর্ষণীয় করে তুলতে খুবই কার্যকরী। তবে পোশাক আপনার গায়ের রঙের সঙ্গে মানানসই হওয়া চাই।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link