৭৩ শতাংশ যৌনকর্মীরা সোনাগাছি ছাড়তে চায়, বলছে সমীক্ষা
নিজস্ব প্রতিবেদন: যৌনকর্মীরা পেটের জ্বালায় রোজগারের পথ বদল করতে চায়। কিন্তু, ঋণ নেওয়ার কারণে ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। করোনা পরিস্থিতিতে দুবেলা দুটো খেয়ে বাঁচার শেষ সম্বল হারিয়ে ফেলেছে তারা।
অগত্যা, অর্থপপ্রদানকারী ও পতিতালয়ের মালিকদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়েছে তাঁরা। সোনাগাছি এশিয়ার বৃহত্তম রেড লাইট এলাকা। যার মধ্যে প্রায় ৮৯ শতাংশ যৌনকর্মীর এখন এই সমস্যায় জর্জরিত।
একটি এনজিও দ্বারা পরিচালিত - অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং অর্গানাইজেশনের সমীক্ষায় প্রকাশিত হয়েছে, ৭৩ শতাংশ যৌনকর্মীরা পেশা ছেড়ে দিয়ে রোজগারের জন্য নতুন পথের সন্ধান করতে চান তবে ঋণ নেওয়ার কারণে।
৭০০০ যৌনকর্মী রয়েছে সেনাগাছিতে। গোটা লকডাউনে তাদের রোজগার বন্ধ। ভাঁড়ার ঘর শূন্য হয়ে যায়।
সমীক্ষা করতে যাওয়া টিমের সদস্যদের জানিয়েছেন তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। লকডাউন উঠে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের ব্যবসা শুরু করতে পারেনি।
দুর্বারের এক আধিকারিক বলেন, “কেবল ৬৫ শতাংশ ব্যবসা আবার শুরু হয়েছে, পাশাপাশি অর্থনৈতিক চাপ রয়েছে কারণ আগের মতো ব্যবসা আর নেই।
তিনি আরও বলেন, "যৌনকর্মীদের দ্বারা পরিচালিত একটি সমবায় ব্যাঙ্ক রয়েছে, তবে তারা সকলেই এর অংশ নন এবং যৌনকর্মীরা অর্থ ঋণ নেওয়ার জন্য ব্যক্তিগত অর্থদাতা বা মালিককেই পছন্দ করে কারণ এতে কোনও কাগজপত্রের প্রয়োজন নেই।"