এত্তো টাকা! লোকসানে চলা রেলে বেতন বাড়ছে ২০০ শতাংশ

Wed, 23 Jan 2019-5:09 pm,

লোকসভা ভোটের আগে সুখবর রেল কর্মীদের। গার্ড, লোকো চালক ও সহযোগী লোকো চালকদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এর ফলে কর্মী সংগঠনের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। 

এর ফলে প্রায় ২০০ শতাংশ বাড়তে চলেছে মোট বেতন। রেলের এই সিদ্ধান্তে জেরে বছরে ১,২২৫ কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপল। 

লোকসভা ভোটের আগে প্রতিটি রাজ্যের শিক্ষক ও অধ্যাপকদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকেই কার্যকর করা হচ্ছে। অর্থাত্ ৩ বছরের বর্ধিত বকেয়া বেতন পাবেন শিক্ষক-অধ্যাপকরা। 

শুধু শিক্ষকরাই নন, শিক্ষাকর্মীরাও বর্ধিত বেতন পাবেন। অধ্যাপক স্তরে বেতন বাড়তে চলেছে মাসে প্রায় ৪০,০০০। তার নিচুস্তরে বেতন বাড়ছে মাসে প্রায় ৭০০০ টাকা। 

 

সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে লখনৌয়ের নগর নিগম কর্মীদের বেতন পেনশন বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। ২০১৯ সালের আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন বাড়তে চলেছে তিনগুণ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link