গজলডোবায় জালে `দৈত্য` মাছ! ওজন শুনলে চোখ কপালে উঠবে
নিজস্ব প্রতিবেদন : গজলডোবা তিস্তা ব্যারাজে ধরা পড়ল রাক্ষুসে মাছ। মাছটি ওজনে ৮০ কেজি। মাছটি বাঘা আড়, বলছেন মত্স্যজীবীরা।
শুক্রবার দুপুরে গজলডোবা ব্যারাজের ১২ নম্বর গেট থেকে প্রায় ৬০০ মিটার দূরে জালে ধরা পরে মাছটি। স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুহিদাস দাসের জালে ধরা পরে বিশালাকার এই মাছটি।
মত্স্যজীবীরা জানিয়েছেন, রাক্ষুসে মাছটিকে কোনওমতেই ডাঙায় তুলতে পারা যাচ্ছিল না। তাই বিশালাকার মাছটিকে বেশ কিছুক্ষণ জলের মধ্যেই বেঁধে রাখা হয়।
এরপর মাছটি যখন দুর্বল হয়ে পড়ে,তখন সেটিকে টেনে ডাঙায় তোলা হয়। জালে ধরা পড়েছিল ৮টি আড় মাছ। তার মধ্যে ৭টির ওজন ১০ কেজি।
আর একটি বাঘা আড়, ওজন ৮০ কেজি। ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন পাইকারি মাছ ব্যবসায়ীরা।
এর আগে তিস্তায় ৪০ কিলো ওজনের বাঘা আড় ধরা পড়েছিল। তবে ৮০ কিলো? মনে করতে পারছেন না স্থানীয় জেলেরা।