Earthquake | Tsunami: ভয়ংকর ভূমিকম্পে তছনছ হতে পারে সবকিছু! আছড়ে পড়বে ১০০ ফিট উঁচু সুনামির ঢেউ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ ৯ মাত্রার ভয়ংকর ভূমিকম্পের সতর্কতা। যে ভূমিকম্পে তছনছ হতে পারে মার্কিন মুলুক।
শুধু ভূমিকম্প-ই নয়। একইসঙ্গে সতর্কতায় আরও বলা হয়েছে, আছড়ে পড়তে পারে ১০০ ফিট উঁচু সুনামির ঢেউ। ধুয়ে মুছে সাফ করে দিতে পারে সবকিছু।
এমনই আশঙ্কার কথা প্রকাশিত হয়েছে 'সায়েন্স অ্যাডভ্যান্স'-এ। যেখানে ক্যাসকাডিয়া সাবডাকশন জোন চ্যুতি রেখা বা ফল্ট লাইন সম্পর্কে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও কনাডার মধ্যে অবস্থিত ৬০০ মাইল দীর্ঘ এই ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ফল্ট লাইন। প্রায় ৫০ বছর পর যে চ্যুতি রেখা সম্পর্কে বিশদে রিপোর্টে তুলে ধরা হয়েছে আশঙ্কার কথা।
যেখানে বলা হয়েছে, এই চ্যুতি রেখার কারণে এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে, যার থেকে ভয়ানক হয়তো বিশ্বের মানুষ এখনও দেখেইনি।