ভবিষ্যতে তথ্য ফাঁস রুখতে এই ৯টি পদক্ষেপ করছে ফেসবুক
তথ্য ফাঁসের মত গুরুতর অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা।
সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তদন্ত শুরু হয়েছে।
তথ্য ফাঁসের মোকাবিলায় ৯টি পদক্ষেপের কথা ঘোষণা করেছে ফেসবুক।
ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ফেসবুকের বিভিন্ন অ্যাপ। তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।
সন্দেহজনক অ্যাপগুলির অডিট রিপোর্ট তৈরি করা হবে।
যে অ্যাপগুলি তথ্য চুরি করেছে, তাদের সম্পর্কে ব্যবহারকারীদের অভিহিত করা হবে।
তথ্য ফাঁস হয়েছে কিনা, তা 'thisisyourdigitallife'-এর মাধ্যমে ব্যবহারকারীদের জানানোর ব্যবস্থা করা হচ্ছে।
ফেসবুকে কোনও অ্যাপ সরিয়ে দিলে তা ব্যবহারকারীও জানতে পারবেন।
অব্যবহৃত অ্যাপের ব্যবহার বন্ধ করে দেবে ফেসবুক।
সব তথ্য যাতে ফাঁস না হয়, তাই লগ ইন তথ্য নিয়ন্ত্রণ করবে ফেসবুক।
ব্যবহারকারীরাই যাতে অ্যাপ ম্যানেজ করেন, তার চেষ্টা করবে ফেসবুক।
প্রোগ্রামিং বাগ ধরে দিতে পারলে পুরস্কৃত করবে ফেসবুক