রাজ্যসভার ৯০ শতাংশ সাংসদই কোটিপতি, বিস্ফোরক রিপোর্ট
সম্প্রতি এডিআর ইন্ডিয়ার একটি সমীক্ষায় বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। তারা জানাচ্ছে, রাজ্যসভায় সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অনেকেরই রয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি।
এডিআর-এর রিপোর্ট অনুযায়ী রাজ্যসভার ৯০ শতাংশ সাংসদই কোটিপতি।
তথ্য বলছে, তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি টাকা।
ওই সংস্থার তথ্য অনুযায়ী, কমপক্ষে ২০১ জন সাংসদ কোটিপতি।
রাজ্যসভার সাংসদ পদপ্রার্থীর প্রথম পাঁচ জনের তালিকা প্রকাশ করেছে এডিআর।
বিহারে জেডি(ইউ)-র রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী মহেন্দ্র প্রসাদ এই তালিকায় সবার উপরে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি। ইতিমধ্যে তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে জয়লাভ করেছেন।
জয়া বচ্চন- উত্তরপ্রদেশের সমাজবাদী দলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন অভিনেত্রী জয়া বচ্চন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে এক হাজার কোটি টাকারও বেশি।
বিএম ফারুক- কর্নাটকে জেডি (এস) ভোট দানে বিরত থাকায় বিএম ফারুকের ভাগ্য নির্ধারণ এখনও পর্যন্ত হয়নি। তবে, তাঁর জমা দেওয়া নথি অনুযায়ী মোট সম্পত্তির পরিমাণ ৭৬৬ কোটি টাকা।
অভিষেক মনু সাংভি- পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে জেতা খ্যাতনামা আইনজীবী তথা প্রবীণ রাজনীতিবিদ অভিষেক মনু সাংভির মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৬০০ কোটি টাকার কাছাকাছি।
সি এম রমেশ- অন্ধ্রপ্রদেশের টিডিপি-র নয়া রাজ্যসভা সাংসদ সি এম রমেশের আড়াইশো কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে খবর।