World`s Oldest Newlyweds: বৃদ্ধাশ্রমের দিনগুলিতে প্রেম! দম্পতির `বয়স` ২০০ বছর ২৭১ দিন! পড়ুন এক আশ্চর্য বিবাহকাহিনি...

Sat, 07 Dec 2024-2:03 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় আছে, বয়স কেবল সংখ্যা মাত্র। আর তারই সঙ্গে মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষার কোনও বয়সও হয় না। তাই জীবনসায়াহ্নে এসেও নতুনভাবে পথচলা শুরু করলেন এক বৃদ্ধ-বৃদ্ধা।

তাদের বয়স জানলে চমকে যাবেন। জীবনের দৌঁড়ে তাঁরা সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১০০ বছরের বার্নি লিটম্যান এবং ১০২ বছরের মার্জোরি ফিটারম্যান সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বৃহত্তর শহর ফিলাডেলফিয়ার বাসিন্দা তাঁরা। দুজনই এখন থাকেন বৃদ্ধাশ্রমের একই তলায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানা গিয়েছে,  মারজোরি ও বার্নি দুজনেই তাদের পথ চলার সঙ্গী(স্বামী-স্ত্রী) হারিয়েছিলেন। কাছের মানুষদের হারিয়ে দুজনেরই ঠাঁই হয়েছিল বৃদ্ধাশ্রমে।

তবে দুজনের মধ্যে কেউই ভাবেনি যে, সেখানে গিয়ে আবার তাঁরা নতুনভাবে বাঁচার আলো দেখবেন। ৯ বছরের সম্পর্কের পর চলতি বছরের ১৯ মে দুজন বিয়ে করেন। আর এর মাধ্যমে হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি। দুজনের সম্মিলিত বয়স এখন ২০২ বছর ২৭১ দিন।

বৃদ্ধাশ্রমে নিজেদের তলায় এক অনুষ্ঠানে বার্নি প্রথম দেখেন মারজোরিকে। সেদিনই মারজোরিকে তাঁর মনে ধরে যায়। এরপরই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত।

বার্নির নাতনি সারাহ সিচারম্যান বলেন, এই জুটির বিয়ের খবরে পুরো পরিবারই ‘রোমাঞ্চিত’। তাঁরা একে অন্যকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দুজনই ভাগ্যবান। তাঁরা একে অন্যের প্রতি বেশ যত্নশীল, বিশেষ করে করোনা মহামারির সময় দুজন দুজনের পাশে ছিলেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link