Jalpaiguri: সাতসকালে গ্রামে আতঙ্ক, উদ্ধার ১২ ফুট লম্বা অজগর
ফের লোকালয় থেকে উদ্ধার প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপ।
শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া গ্রামের কৃষকের ফুলবাগানের জালে আটকে পড়ে বিশালাকার এই অজগর।
এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই ভিড় জমান। খবর দেওয়া হয় বনদপ্তর কে।
কিন্তুবনদফতরের কোনও সাড়া না পাওয়ায় অবশেষে ধুপগুড়ির একটি পরিবেশ প্রেমী সংস্থা কে খবর দেওয়া হলে তারা এসে বিপদ মুক্ত করে তোলে এরপরে সেটিকে বস্তাবন্দি করা হয়।
বস্তাবন্দি সাপটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে বলে পরিবেশ প্রেমীরা জানান।