২৬ বছর বয়সে মন্ত্রী, বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র Subrata Mukherjee
নিজস্ব প্রতিবেদন: দীপাবলির রাতেই নামল আঁধার। সত্তর দশকে প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে জুটি বেঁধে বাংলার ছাত্র রাজনীতিকে পৌঁছে দিয়েছিলেন নতুন উচ্চতায়। প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
১৯৪৬ সালের ১৪ জুন বজবজে জন্ম সুব্রত মুখোপাধ্য়ায়ের। কলেজের পড়ার সময়ে চলে এসেছিলেন কলকাতায়।
তখন তিনি শিয়ালদহের বঙ্গবাসী কলেজের ছাত্র। কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন সুব্রত। রাজনীতিতে সেই হাতেখড়ি।
আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছাত্র রাজনীতির সূত্রেই ঘনিষ্ঠতা প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে। সত্তরের দশকে প্রিয়-সুব্রত জুটি হয়ে উঠেছিল বাংলার ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম।
বঙ্গ রাজনীতিতে ‘প্রিয়দার ডানহাত’ হয়ে ওঠেন সুব্রত মুখোপাধ্য়ায়। আবার খোদ ইন্দিরা গান্ধীরও প্রিয়পাত্র ছিলেন তিনি।
সালটা ১৯৭১। মাত্র ২৬ বছর বয়েসে বালিগঞ্জ থেকে প্রথমবার ভোটে দাঁড়ান সুব্রত এবং জেতেন।
১৯৭২ সালেও ফের বালিগঞ্জ থেকে জিতে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য হন সুব্রত। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। বাংলার রাজনীতিতে সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার সেই রেকর্ড এখনও তাঁর দখলেই।
২০০০ সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১১ সাল থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসার আগে কলকাতা পুরসভার মেয়রের দায়িত্বও সামলেছেন তিনি।