সিডনিতে সেঞ্চুরি করলেন পূজারা
# সিডনিতে সিরিজের শেষ তথা চতুর্থ টেস্টে শতরান করলেন চেতেশ্বর পূজারা।
# ১৯৯ বলে শতরান পূর্ণ করেন পূজারা।
# এসসিজিতে ১৩টি চারে সাজানো পূজারার শতরানের ইনিংস।
# টেস্ট কেরিয়ারের ১৮ তম শতরান পূজারার।
# অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে তৃতীয় শতরান করলেন পূজারা।
# অ্যাডিলেড (১২৩), মেলবোর্নের (১০৬) পর সিডনিতে শতরান চেতেশ্বরের। ২০১৯ সালে প্রথম শতরান করেলন পূজারা।