PUBG খেলতে খেলতে প্রেম, তার পর...

Thu, 14 Feb 2019-1:30 pm,

প্লেয়ারস আননোন ব্যাটেলগ্রাউন্ড বা PUBG. নেটিজেন থেকে সিটিজেন, সকলেই যে অনলাইন গেমকে পাবজি নামে এক ডাকে চেনে।

ব্লু হোয়েলের মতো এই গেমেরও খারাপ দিকগুলি নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র। এমনকী, এ নিয়ে অভিযোগ শুনতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।

কিন্তু এই গেমের বোধহয় ইতিবাচক দিক রয়েছে। অন্তত মিশরের নউর আল হাসিসের গল্প শুনলে তেমন মনে হতেই পারে।

পাবজি খেলতে খেলতে প্রেমে পড়েছেন তিনি। অনলাইন গেমের সহযোদ্ধাকেই তিনি চান সহধর্মিনী বানাতে।

তাই বেশি দেরি না করে ভ্যালেন্টাইন ডে-র আগেই সেরে ফেলেছেন বাগদান পর্ব। সেই ছবি ট্যুইটারে দিয়ে সগর্বে লিখেছেন, “পাবজি দিয়ে শুরু করে আজ আমরা এতদূর।”

ফেসবুক-ট্যুইটারে প্রেম বিনিময় আগেই হয়েছে। কিন্তু অনলাইন গেমিং সাইটে প্রেম বোধহয়ের শুভ-পরিণতি বোধহয় এই প্রথম।

তাই নেটিজেনরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন হাসান ও তাঁর বাগদত্তাকে। কেউ কেউ লিখেছেন, “ উইনার উইনার চিকেন ডিনার।”

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link