Bengal Weather: অকালবৃষ্টিতে বরবাদ বসন্ত! আর ক`দিন চলবে বিশ্রী এ নিম্নচাপ?
আলিপুরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত জানান, একটি অক্ষরেখা ঝাড়খণ্ড উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আর একটি নিম্নচাপ অক্ষরেখা।
যার ফলে দক্ষিণবঙ্গে আগামী ২১ মার্চ আর উত্তরবঙ্গে ২৩ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
তবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ-- দু'জায়গাতেই হবে হালক থেকে মাঝারি বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের সকালের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টি।
শুক্রবার থেকে অবস্থার উন্নতি হবে। অর্থাৎ, ঘ্যানঘেনে এই বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
সপ্তাহশেষে উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, এমনকি শিলাবৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে উত্তরবঙ্গে।