Dufferin Hospital: সরকারি হাসপাতালের চিকিৎসা, রোগীর পরিবারের কাছে টাকা চেয়ে বিপাকে ডাক্তার
সরকারি হাসপাতালের ডাক্তার হয়েও সিজারিয়ান ডেলিভারির সময় এক পেশেন্ট পার্টির কাছে টাকা নেওয়ার অভিযোগ লেডি ডাফ্রিন হাসপাতালে।
অভিযুক্ত লেডি ডাফরিন হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডক্টর রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে পেশেন্ট পার্টি গত সপ্তাহে মুচিপাড়া থানায় অভিযোগ জানায়।
সে সময় ওটিতে ডিউটিরত এক জুনিয়র নার্স পেশেন্ট পার্টিকে এই ব্যাপারে সাহায্য করেন। সে কথা জানার পরেই নিজের প্রভাব খাটিয়ে অভিযুক্ত চিকিৎসক নানা ভাবে তাকে হেনস্থা করেন বলে অভিযোগ। বুধবার তাকে শারীরিক ও যৌন নিগ্রহ করার মতো গুরুতর অভিযোগ ওঠে।
নার্সেস ইউনিটি এই মর্মে আলাদা করে গতকাল ফের মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
শনিবার লেডি ডাফরিন হাসপাতালে এসে কতৃপক্ষের সঙ্গে নার্সেস ইউনিটি সদস্যরা দেখা করতে চাইলে তাদের দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়।
তারা ধৈর্য হারিয়ে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিস আসে। পুলিশের সঙ্গে নার্সেস ইউনিটি সদস্যাদের বচসা শুরু হয়। হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিস।