ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে ভারতীয় দলে এই পরিবর্তন হতে পারে ...
# লর্ডস টেস্টে দল নির্বাচন ভুল হয়েছিল ম্যাচ শেষে মেনে নিয়েছেন বিরাট কোহলি। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাদশের।
# দীনেশ কার্তিকের পরিবর্তে ঋষভ পন্থ : উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকের পরিবর্তে তৃতীয় টেস্টে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। দুই টেস্টে চার ইনিংসে কার্তিকের সংগ্রহ মাত্র ২১ রান (০,২০,১,০)।
# কুলদীপ যাদবের পরিবর্তে উমেশ যাদব : লর্ডসে কুলদীপ যাদব ব্রিটিশ ব্যাটসম্যানদের ওপর কোনও প্রভাব বিস্তার করতে পারেননি। ৯ ওভার বল করে ৪৪ রান দিয়েছেন কোনও উইকেট পাননি। ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি। ট্রেন্ট ব্রিজে কুলদীপের পরিবর্তে দলে আসতে পারেন উমেশ যাদব।
# হার্দিক পান্ডিয়ার পরিবর্তে করুণ নায়ার : অতিরিক্ত এক পেসার খেলাতে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়া হয়েছিল। এজবাস্টনে উইকেট পাননি। লর্ডসে ৩টি উইকেট পেলেও ব্যাট হাতে টেকনিকে অনেক গলদ রয়েছে। ভারতীয় মিডল অর্ডার ব্যাটিংয়ে শক্তি জোগাতে করুণ নায়ারকে খেলানো উচিত্। ইংল্যান্ডে ভারতীয় এ দলেও ছিলেন করুণ। ভাল ফর্মেও রয়েছেন।
# মুরলী বিজয়ের পরিবর্তে শিখর ধাওয়ান : ভারতীয় ওপেনারদের ব্যর্থতা পর পর দুটো টেস্টে হারের অন্যতম কারণ। দুই টেস্টে সুযোগ পেয়েও ব্যর্থ মুরলী বিজয়। লর্ডসে দুই ইনিংসেই করেন শূন্য রান। তাই লোকেশ রাহুলের সঙ্গে তৃতীয় টেস্টে বাঁ হাতি শিখর ধাওয়ানকে সুযোগ দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
# জশপ্রীত বুমরাহর ফিটনেস : পেসার যশপ্রীত বুমরাহ ফিট হয়ে গেলে অবশ্য প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে শামি-ইশান্তের সঙ্গী হবেন বুমরাহ। প্রথম একাদশের বাইরেই থাকতে হবে উমেশ যাদবকে।