ল্যান্ডফলের কয়েক ঘণ্টা আগেই দিঘায় তাণ্ডব শুরু করে দিল আমফানের টেইল
ল্যান্ডফলের ঘণ্টা চারেক আগেই দিঘায় তাণ্ডব শুরু করে দিল আমফানের টেইল ।
নিউ দিঘা থেকে ওল্ড দিঘা যাওয়ার রাস্তায় ভেঙে পড়ল গাছ। ওল্ড দিঘা ও নিউ দিঘার মধ্যে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ।
দিঘা রেলস্টেশনের সামনেও ভেঙে পড়েছে একের পর এক গাছ ও বন বিভাগের সাইনবোর্ড।
প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। ভয়ঙ্কর রূপ ধারণ করে দিঘা সৈকতের গার্ডওয়াল পেরিয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউ।
ঝড়ের দাপটে দীঘা স্টেশনের করোগেটেড শিট উড়ে গিয়েছে।