Ustad Rashid Khan Demise: ‘ভারতকণ্ঠ’ নেই! গান স্যালুটে কাঁদল বাংলা…
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৯ জানুয়ারি দুপুর ৩ টে ৪৫ মিনিটে পরলোক গমন করেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক রশিদ খান।
রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে শেষ বিদায় সঙ্গীতশিল্পীকে। রবীন্দ্রসদনেই জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদা।
রবীন্দ্র সদনে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, মেয়র ফিরহাদ হাকিম এবং আরও বিশিষ্ট মানুষেরা।
উত্তরপ্রদেশে পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে সঙ্গীতশিল্পীর।
বুধবার সকাল থেকেই তাঁর নিথর দেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হবে নাকতলায়।
উস্তাদ রশিদ খানের জন্ম ১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুনে। রামপুর-সহসওয়ান ঘরানার শিল্পী তিনি।
শাস্ত্রীয় সঙ্গীত ও কনটেম্পোরারি সুরের মিশেলে তাঁর সব গান নতুন জেনারেশেনের কাছেও জনপ্রিয়তাও পেয়েছে।