Saheber Chithi : দুর্ঘটনায় পঙ্গু সাহেব, তার জন্য নতুন কী বার্তা নিয়ে আসছে চিঠি?

Sat, 25 Jun 2022-8:32 pm,

টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি'। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকছেন দেবচন্দ্রিমা সিংহ রায় ও প্রতীক সেন। প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের।

ধারাবাহিকের গল্পে প্রতীক সেনকে দেখা যাবে একজন আইকনিক সেলিব্রিটি সাহেবের ভূমিকায়। দুর্ভাগ্যজনকভাবে এক দুর্ঘটনায় একটি পা হারান সাহেব। আর এর সঙ্গেই শেষ হয়ে যায় সাহেবের সমৃদ্ধ কেরিয়ার। ধীরে ধীরে সাহেব হয়ে ওঠেন তিক্ত, অহংকারী ব্যক্তি। 

ধারাবাহিকে চিঠির ভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে। পেশায় 'চিঠি' একজন পোস্টওম্যান। তিনি যেখানেই যান মন জয় করে নেন। মানুষের প্রতি নিঃশর্ত ভালোবাসায় বিশ্বাস রাখেন চিঠি। 

ধারাবাহিকের চরিত্র 'চিঠি' বিশ্বাস করেন, চিঠি কেবল একটি কাগজের টুকরো নয়, সেটি কারোর হাতে লেখা ভালোবাসা ও  আবেগে ভরা একটি খোলা হৃদয়। 

জন্মদিনে ভক্তদের কাছ থেকে আসা চিঠি ও উপহার পৌঁছে দিতে গিয়েই 'চিঠি'র সঙ্গে প্রথম আলাপ সাহেবের। অহংকারী সাহেব ভক্তদের কাছ থেকে আসা সেই চিঠি প্রত্যাখ্যান করেন। চিঠি জানতে পারেন, সাহেব সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছেন।

চিঠির সঙ্গে সাহেবের আলাপ কোন দিকে মোড় নেবে। ভাগ্য কি তাঁদের এক করবে? তা নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প। ২৭ জুন থেকে সন্ধে ৬.৩০-এ সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link