Kashi Vishwanath Corridor: দিনভর বারাণসী মোদীময়, দেখুন Photos

Mon, 13 Dec 2021-10:13 pm,

নিজস্ব প্রতিবেদন: নব কলেবরে কাশী বিশ্বনাথ ধাম। স্বপ্নের প্রকল্পের সূচনা করেছিলেন ২০১৯-এ। দু'বছর পর কাশী বিশ্বনাথ করিডোরের প্রথম পর্বের উদ্বোধনও সেরে ফেললেন প্রধানমন্ত্রী। স্রেফ করিডোরের উদ্বোধনই নয়, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ-সহ সমস্ত বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন তিনি। দিনভর বারাণসী ছিল মোদীময়।

পরনে  ধূসর রঙের কুর্তা। গায়ে জড়ানো সাদা শাল। নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পৌঁছেই প্রথমে কালভৈরব মন্দির পুজো দেন মোদী।

 

পরবর্তী গন্তব্য, ললিতা ঘাট। সড়ক পথে নয়, গঙ্গায় নৌকায় চড়ে সেখানে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

ললিতা ঘাটে গিয়ে গঙ্গায় স্নান করেন মোদী। গেরুয়া বসন পরে মাথায় কলস নিয়ে ডুব দেন জলে।

 

এদিকে ততক্ষণে ললিতা ঘাটে অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছে আমন্ত্রিতরা। গঙ্গায় স্নান সেরে সোনালি রঙের পাঞ্জাবি পরে সেখানে আসতে দেখা যায় মোদীকে।

পোশাক আর বদল করেননি। ললিতা ঘাট থেকে মোদী চলে যান মূল অনুষ্ঠানস্থল, কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে বেশ কিছুক্ষণ ধরে চলে পুজোপাঠ। বাদ যায়নি আরতিও। মন্দির চত্বরে সাফাইকর্মীদের সঙ্গে বসে খেতে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী।

এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করেন মোদী।

উদ্বোধনের পর ভাষণ দিতে দিয়ে টেনে আনেন আওরঙ্গজেব ও শিবাজীর প্রসঙ্গ। মোদী বলেন, 'কাশীতে হামলা চালিয়েছে বিদেশিরা। এই শহরকে ধ্বংস করার চেষ্টা করেছে। আওরঙ্গজেবের অত্যাচারের সাক্ষী রয়েছে ইতিহাস। এখানে যদি কোনও আওরঙ্গজেবের উত্থান হয় তাহলে একজন শিবাজীরও আবির্ভাব হয়'। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link