তিস্তায় উদ্ধার বিশালাকৃতি মাছ, দাম উঠল কয়েক হাজার
প্রদ্যুৎ দাস: তিস্তা নদী থেকে বিশালাকৃতির মাছ উদ্ধার। রাতে নদীতেই দড়ি দিয়ে বেঁধে রাখা হলো মাছ। ভোর হতেই দাম উঠলো কয়েক হাজার টাকা।
প্রায় দুই মন (৮০কেজি )ওজনের বাঘারী মাছ ধরা পড়লো এবার জলপাইগুড়ি জেলার দোমহানী তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীতে।
শুক্রবার রাতে দোমহানী পুরোনো বাজারের বাসিন্দা বাসু দাস ও ভীম দাস তিস্তায় মাছ ধরতে যায়। দোমহানী রেল সেতুর নিচে জাল দিয়ে মাছ ধরা শুরু করতেই জালে আটকে পরে বাঘারী মাছটি।
রাত হয়ে যাওয়ায় মাছ টিকে রাতে নদীতে বেধে রেখে আজ সকালে সেটিকে নিয়ে এসে ময়নাগুড়ি বাজারে বিক্রি করা হয়।
মাছটিকে দেখতে বহু মানুষ ভিড় জমান। অনেকে ছবিও তোলেন। এই বিশালকৃতির বাঘার মাছ টির দাম উঠেছে ৩৬ হাজার ৮০০ টাকা।