Durga Puja 2022: বোধনে বাংলা, ষষ্ঠীর সকালে তিলোত্তমার এক ঝলক
উৎসবে মাতোয়ারা গোটা কলকাতা। দেবীপক্ষের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে জমিয়ে প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে শহরবাসী। আজ ষষ্ঠী। সেই ষষ্ঠীর সকালে কলকাতার ঐতিহ্যবাহী তিন সংঘের পুজোর এক ঝলক রইল আপনাদের জন্য। ছবি সৌজন্যে - অয়ন ঘোষাল
থিম 'শতবর্ষে সত্যজিৎ'। তাঁদের এবছরের বিষয় ভাবনা সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে। মন্ডপ তৈরী করা হয়েছে সিনেমার আদলে। ক্যামেরার লেন্সের মধ্য়ে দিয়ে মণ্ডপে প্রবেশ করবেন দর্শনার্থীরা। চারিদিকে নানানভাবে দেখা যাবে সত্যজিৎ রায়ের নারী চরিত্রগুলিকে।
ষষ্ঠীর দিনেই জনজোয়ার দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয়। এবার ৮৮ বছরে পা দিল মুদিয়ালি। সকাল থেকে পুজোর কাজে ব্যস্ত ছিলেন ক্লাবের সদস্যরা।
এবছর থিমের নাম প্রতীক্ষা। সকাল থেকেই সমস্ত আচার মেনে হয়েছে পুজোর কাজ। একদিকে সাবেকি প্রতিমা, অপরদিকে আবার থিমের ছোঁয়া। এই চমকেই নজর কাড়ছে মুদিয়ালি ক্লাব।
এবছর ৮৮ বর্ষে পর্দাপণ করেছে একডালিয়া এভারগ্রীন। ষষ্ঠীর সকাল থেকেই পুজোর কাজে মেতে ছিলেন সদস্যরা। থিমের বাড়বাড়ন্তেও , সাবেকি আনায় এক ফোটাও আঁচ লাগতে দেননি একডালিয়ার সদ্যসরা।
সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। ঝকঝকে মণ্ডপ সজ্জায় রীতিমতো নজর কেড়েছে একডালিয়া।