Indore Women Protest: `দাড়ি রাখলে আমাদের ভুলে যাও`, মহিলাদের বিস্ফোরক দাবি নিয়ে পদযাত্রা ঝড় তুলল নেটপাড়ায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল: অনেক পুরুষই দাড়ি রাখাকে সৌন্দর্য বলে মনে করেন। বিভিন্ন স্টাইলে দাড়ি রাখতে দেখা যায় তাঁদের।
অনেক মহিলাও ছেলেদের দাড়ি রাখা পছন্দ করেন। আবার অনেকে ক্লিন সেভও পছন্দ করেন।
তবে সবটাই নিজেদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এ বার ঘটল এক অদ্ভুত ঘটনা। যা দেখে অবাক সমগ্র দেশ।
মধ্যপ্রদেশের ইন্দোরে একদল মহিলা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করলেন, কিছু অদ্ভুত দাবি নিয়ে।
মিছিলে তাঁদের মূল স্লোগান স্লোগান ছিল 'দাড়ি হটাও, ভালবাসা বাঁচাও'। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
মিছিলে মেয়েদের ক্লিন-শেভড বয়ফ্রেন্ডদের সমর্থনে প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখা গিয়েছে। যেখানে অনেক মজার মজার স্লোগান লেখা ছিল।
লেখা ছিল, 'ক্লিন শেভ নয়, ভালবাসাও নয়', 'দাড়ি রাখ অথবা গার্লফ্রেন্ড রাখ, তোমার সিদ্ধান্ত'।
ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর কটাক্ষের তীর ধেয়ে এসেছে তাঁদের দিকে। কেউ কেউ লিখেছে ইন্দোরের মহিলাদের ইনডোরে থাকা উচিত।