West Bengal Weather Update: বৃষ্টিতে ভাসবে বাংলা? একদিকে উচ্চচাপ বলয়, অন্য দিকে ঘূর্ণাবর্ত...
বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয়। এর ফলে, বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে জলীয়বাষ্প প্রবেশ করছে।
বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওডিশা পর্যন্ত বিস্তৃত।
এর ফলে আগামী দু'দিন দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে শুধু হালকা বৃষ্টি।
আগামী ৪ ফেব্রুয়ারি রবিবার থেকে বৃষ্টি কমবে। আজ, বুধবার দুই বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আজ মালদা দুই দিনাজপুর বাদ দিয়ে সব জায়গায় বৃষ্টি হবে। আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার উত্তরবঙ্গে সব জেলায় বৃষ্টি হবে।
আজ, বুধবার কলকাতায় হালকা বৃষ্টি, বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়।