চিতাবাঘের চামড়া পাচার করতে গিয়ে ধরা পড়ল ভুটান সেনার সদস্য
চিতাবাঘের চামড়া পাচার করতে গিয়ে গ্রেফতার ভুটান সেনার এক সদস্য। ররিবার প্রাণীর দেহাংশ পাচারের সময় অভিযুক্তকে পাকড়াও করে বনদপ্তরের টাস্ক ফোর্স। রবিবার শিলিগুড়ি মারফত ভুটান থেকে ভারত হয়ে নেপালে পাচারের সময় ওল্ড হাসিমারার কাছে ফের উদ্ধার হয় চিতাবাঘের চামড়া।
বৈকুন্ঠপুরের এডিএফও রাহুলদেব মুখোপাধ্যায় জানান, "রবিবার দুপুরে হাসিমারার কাছের একটি রাস্তার ধারে ছদ্মবেশে লুকিয়ে ছিল ওই পাচারকারী দল। গোপন সূত্রে খবর পেয়ে টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তর নেতৃত্বে অভিযানে নামে টাস্কফোর্স।
এরপর দাও শেরিং দেওয়া নামে বছর ৩৫-এর এক যুবককে পাকড়াও করে তল্লাশি চালানো হয়। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় ১১ ফুট লম্বা চিতাবাঘের চামড়া।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে চিতাবাঘটিকে বেশ কিছুদিন আগেই গুলি করে মারা হয়েছে। তার গায়ে বুলেটের দুটি চিহ্ন পাওয়া গেছে।
ধৃতকে জেরায় জানা গিয়েছে, মোটা টাকায় এই চামড়া বিক্রির ছক ছিল। সেই উদ্দেশ্যে ভুটান থেকে ডুয়ার্স হয়ে শিলিগুড়ি যাওয়া হচ্ছিল।