চলতি বছরে কতগুলি ট্রেন দুর্ঘটনা হয়েছে, জানেন?

Thu, 14 Sep 2017-12:23 pm,

২০১৭ সালের ৩ মার্চ উজ্জয়িনে একটি ট্রেনের মধ্যে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ৮ জনের আহত হওয়ার খবর মেলে।

বেঙ্গালুরুতে ২০১৭ সালের ১৭ মার্চ লাইনচ্যুত হয় একটি লোকাল ট্রেন।

২০১৭-র ৩০ মার্চ বেলাইন হয় মহাকৌশল এক্সপ্রেস।

২০১৭-র ৯ এপ্রিল পশ্চিমবঙ্গে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি।

২০১৭ সালের ১৫ এপ্রিল লাইনচ্যুত হয় মিরাট-লখনউ রাজরানি এক্সপ্রেস। কোশি নদীর ওপর একটি সেতুতে লাইনচ্যুত হয় ওই ট্রেনটি। ওই ঘটনায় গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং অন্যদের জন্য ২৫ হাজারের ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

চলতি বছরের ১৯ অগাস্ট লাইনচ্যুত হয় কলিঙ্গ-উত্কল এক্সপ্রেস। ওই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ২০০ জন।

২০১৭-র ২৩ অগাস্ট লাইনচ্যুত হয় খিলাফত এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৭৪ জন।

২০১৭-র ২৯ অগাস্ট লাইনচ্যুত হয় নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেস। ওই ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। ওইদিন ভোর সাড়ে ছটা নাগাদ ভাসিন্দ এবং আসনগাঁও-এর মধ্যে লাইনচ্যুত হয় ওই ট্রেনটি।

২০১৭ সালের ৭ সেপ্টেম্বর লাইনচ্যুত হয় শক্তিপুঞ্জ এক্সপ্রেস। হাওড়া থেকে জব্বলপুরের দিকে যাচ্ছিল ওই ট্রেন।

মিন্টো ব্রিজ স্টেশনের কাছে লাইনচ্যুত হয় দিল্লি রাজধানী এক্সপ্রেস। গতিবেগ কম থাকা সত্ত্বেও স্টেশনের প্রায় কাছাকাছি পৌঁছেই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link