একাই দু`শো! একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে মাত্র এই ক`জনের, দেখে নিন তাঁদের
একটা নয়, দুটো নয়, তিনটে ডাবল সেঞ্চুরির মালিক হিটম্যান। প্রথমটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৩-য়। ১৫৮ বলে ২০৯ করেছিলেন রোহিত শর্মা।দ্বিতীয়টা শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৪-য়। ইডেনে ১৭৩ বলে ২৬৪ করেছিলেন। তিন নম্বরটাও শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৫৩ বলে ২০৮।।
শচীন তেণ্ডুলকর - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে ডাবল সেঞ্চুরি করেছিলেন মাস্টার ব্লাস্টার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইন্দোরে ১৪৯ বলে ২১৯ রান করেছিলেন বীরেন্দ্র শেহবাগ।
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৪৭ বলে ২১৫ করেছিলেন।
২০১৫ বিশ্বকাপে ১৬৩ বলে অপরাজিত ২৩৭ করেছিলেন মার্টিন গুপতিল (নিউজিল্যান্ড)।
ফকর জামান (পাকিস্তান) - জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫৬ বলে অপরাজিত ২১০।