একাই দু`শো! একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে মাত্র এই ক`জনের, দেখে নিন তাঁদের

Thu, 02 Aug 2018-8:27 pm,

একটা নয়, দুটো নয়, তিনটে ডাবল সেঞ্চুরির মালিক হিটম্যান। প্রথমটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৩-য়। ১৫৮ বলে ২০৯ করেছিলেন রোহিত শর্মা।দ্বিতীয়টা  শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৪-য়। ইডেনে ১৭৩ বলে ২৬৪ করেছিলেন। তিন নম্বরটাও শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৫৩ বলে ২০৮।। 

শচীন তেণ্ডুলকর - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে ডাবল সেঞ্চুরি করেছিলেন মাস্টার ব্লাস্টার। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইন্দোরে ১৪৯ বলে ২১৯ রান করেছিলেন বীরেন্দ্র শেহবাগ। 

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৪৭ বলে ২১৫ করেছিলেন। 

২০১৫ বিশ্বকাপে ১৬৩ বলে অপরাজিত ২৩৭ করেছিলেন  মার্টিন গুপতিল (নিউজিল্যান্ড)। 

ফকর জামান (পাকিস্তান) - জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫৬ বলে অপরাজিত ২১০। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link