Los Angeles Earthquake: একসঙ্গে দুলে উঠল পরপর তিন-চারটি শহর! নড়ে উঠল মেঝে, টলে পড়ল টেবিল...
লস অ্যাঞ্জেলসের মালিবুতে ভূমিকম্প। তবে একটু মাইল্ড-- ৩.৮ ম্যাগনিটিউড।
এর এপিসেন্টার ছিল ৪.৬ মাইল দূরে। মালিবু শহরের পাহাড়ের সীমার মধ্যেই অনুভূত হয়েছে এই কম্পন।
এটিকে লেভেল-থ্রি কোয়েক বলে উল্লেখ করা হয়েছে। মালিবু ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছে থাউজান্ড ওকস, কালাবাসাস, উডল্যান্ড হিলস, ক্যানোগা পার্ক, উইনেটকা ও রেসেডা।
গ্রাউন্ডফ্লোরে এই কম্পনের প্রভাব খুব একটা দেখা বোঝা যায়নি। প্রথম-দ্বিতীয় তল থেকেই তা বেশি বোঝা গিয়েছে। তবে নড়ে উঠেছে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলিতেও।
১০-১৫ সেকেন্ড ধরে টানা কম্পন অনুভূত হয়েছে। নড়ে উঠেছে মেঝেতে রাখা ডেস্ক ও টেবিল ইত্য়াদি।
এই নিয়ে এ অঞ্চলে বছরের সপ্তম ভূমিকম্প হল। গত ১২ সেপ্টেম্বরে ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল এ শহরে। সেবার মালিবুর মেয়র ও তাঁর স্ত্রী ডাইনিং টেবিলে খাচ্ছিলেন। সহসা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল ভূমিকম্প হচ্ছে!